নোয়াখালী সদর হাসপাতালে প্রথমবারের মতো পেট না কেটে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের সার্জারি বিভাগে এই অপারেশনটি পরিচালনা করা হয়। নতুন এই পদ্ধতিতে রোগীর সুস্থতা দ্রুত হয় এবং পুনরুদ্ধারের সময় কম লাগে।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বেশি রোগীরই এই উন্নত প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া হবে।
https://medivoicebd.com/article/33532/নোয়াখালী-সদর-হাসপাতালে-পেট-না-কেটে-প্রথম-হার্নিয়া-অপারেশন